সে কালের শুরুটা (২৫৭৭ তম  )
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৭-২০২৪ ইং
=============
সাদা খামে রঙিন কাগজে প্রেমপত্র
কে,এ,পাঠাইলো তোমার নামে,
চোখের সামনে মনের কোণে তাহার
স্বপ্নেরা ছবি আঁকে ধরাধামে।

সে ভবিতে তোমায় নিয়ে রচিতে
চায়ওই প্রেমের তাজমহল,
ভালোবেসে মিলেমিশে সারাজীবন
রইবো প্রেমের টানে অবিচল।

পণ করিলাম সুখে-দুঃখে মিলেমিশে
তোমার হয়ে থাকবো জীবনভর,
যতই আসুক ঝড় তুফান বিরহ বেদনা
তুমি তোমায় করবো না পর।

সে কত যে তোমায় ভালোবাসে বন্ধু
কাগজে লিখে যাবে না শেষ,
লিখতে গেলে কালি শেষ হয়ে যাবে রে
কথাটা করিও তুমি বিশ্বাস।

তার জীবনের সকল স্বপ্ন সুখ-দুঃখ
ভালোবাসা শুধু তোমার মাঝে,
তাইতো তুমি তোমার প্রেমের আশায়
বসে আছি সকাল দুপুর সাঁঝে।

তোমায় সাদা খামে প্রেম চিরকুট পাঠাই
সাথে আবেগ আপ্লুত ভালোবাসা,
প্রেমের চিঠির উত্তরের অপেক্ষায় আছি
প্রিয়বন্ধু তুমি করবে না নৈরাশা।।