ষাট হলে মন সতেরো (২৪২৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০২-২০২৪ ইং
==================
দাদু কেবল চশমার ফাঁকে
এ্যারে উঁকি মেয়ে চায়,
দেখতে ষোড়শী মনটা ভরে
শুধু মনের মাঝে ভয়।

দাদুর আছে টাকার পাহাড়
তালকে বানায় তিল,
ষোড়শীরে পাইলে কাছেই
বাসায় লাগায় খিল।

বয়সটা হয়েছে ষাটের উর্ধ্বে
মন তো দাদুর ষোলো,
দিব রেশমি চুড়ি শাড়ি বাড়ি
তুমি আর কি চাও বলো?

তোমায় নিয়ে সুখের সংসার
বাঁধবো ইচ্ছে যদি করো,
বিয়ে পিড়িতে বসতে চাইগো
বয়সের ভাবটা সতেরো।

ললনাকে আমি ভালোবাসি
তুমি বিয়ের প্রস্তাব দাও,
কাবিনের অংক নিজের ইচ্ছে
ব্লাঙ্ক চেকে লিখে নাও।