স্বাস্থ্য সুখের মূল (২৪৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৩-২০২৪ তাং
=====================
স্বাস্থ্য যদি ভালো রাখিতে চাও
তুমি রও তিরিশ রোজা,
পেটের পিড়া ভালো রাখতেই
এই ব্যবস্থা পত্রই সোজা।

মুসলমানদের পঞ্চ স্তম্বের মধ্য
এই রমাদান হলো তৃতীয়,
বছরের মধ্য এ সংযমের মাস
মানুষের জন্য অদ্বিতীয়।

চোখের রোজা মুখের রোজা
সুদ ঘুষ থেকে দূরে থাকো,
তোমার আসল মনটাকে ভাই
খারাপি থেকে দূরে রাখো।

রোজা রেখে মিথ্যা কথা ছাড়
ভারী করোনা পাপ তাপ,
রোজা রেখে পাপ কাজ করলে
আল্লাহ করবে না মাফ।

রোজা রাখলে গ্যাস জমে না
থাকে না পেটের পিড়া,
ভাই ত্রিশ রোজা স্বাস্থ্যের জন্য
মুসলমানদের জন্য হীরা।