স্বাস্থ্য টিপস (২৮২৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৪-২০২৫
==============
সকল ঔষধের দাদা
নামটি তার আদা,
গরম পানিতে খাবেন
সর্দিকাশি যাবেন।

তুলসী পাতা ও মেথি
বিশ্বজুড়ে খ্যাতি,
রক্তচাপ নিয়ন্ত্রণ করে
তুলসী রাখুন ঘরে।

সকাল সন্ধা মেথি খেলে
পেটের গ্যাস যাবে চলে,
কালোজিরা চিবিয়ে খেলে
রোগ বাই বাই সদা বলে।

এলাচি আর দারুচিনি
প্রতিদিনই খাবেন জানি,
সদা গরম পানির ভাপ
সর্দিকাশি হবেন মাফ।

মনে রাখুন একটি কথা
লবঙ্গ আর তেজপাতা,
সময় মত খেয়ে যাবেন
ফুসফুসে হলে ব্যথা।