স্বার্থ নিয়ে ব্যস্ত মানুষ (২৬৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৯-২০২৪ ইং
======================
এই পৃথিবীতে সব মানুষ বড়ো স্বার্থপর
আপন হয়ে সংগী সেজে ভাঙ্গে যে অন্তর।
নকল ভালোবাসার দ্বারা বুকে নিয়ে ঠাঁই
ঝোলা ভরে স্বার্থ নিয়ে সে আর পাশে নাই।
স্বার্থের পাগল মানুষ যারা ভাবে সবে পর
আপন স্বার্থে মধুর কথায় ভাঙ্গে কারো ঘর।
স্বার্থলোভে মধুরালাপে ওরা থাকে ছদ্মবেশ
অন্তর থাকে কালিমা ভরা থাকে স্বার্থ রেশ।
শত চেষ্টায় চেনা যায় না মুখোশ পরে রয়
স্বার্থ হাসিলে আপন হয়ে জীবন করে ক্ষয়।
যাকে তুমি জানবে বন্ধু,ভাববে নিজের প্রাণ
স্বার্থ নিয়ে প্রাণ বদে তোমায় দিবে প্রতিদান।
নামে কামে মানুষ শ্রেষ্ঠ এই দুনিয়ায় আজ
স্বার্থের টানে পাগলপারা নেই অন্তরে লাজ।
স্বার্থের ঘরে বন্দীহয়ে এই জীবন করে পার
জীবন সংগ্রামে যতই লড়ুক মানে সদা হার।
প্রিয়ার মত মিষ্টি কথা বলতো যে জন রোজ
স্বার্থটুকু কেড়ে নিয়ে সে আর নেয় না খোঁজ।
বিপদে পরলে সেই বন্ধুকে দেখা মেলা ভার
স্বার্থবাদী তাকেই বলে এমন আচরণ যার।