স্বার্থের রাজ্যে রাজা (২৩৬৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১২-২০২৩ ইং
*********************
রাতের শেষে দিন আসে
দিনের শেষে রাত,
রাত ফুরালে ছুটে আসে
ভালো মন্দের বাত।

দিনের শেষে রাত্রি আসে
রাতের শেষে দিন
এমন ভাবেই হারিয়ে যাবে
ভালো থাকার দিন।

সবাই বলাবলি করছে মুখে
আমরা তো নেই সুখে,
মোদের মুখের দিকে চেয়ে
সত্যকে লুকিয়ে রেখে।

আমরা জাতির খাঁটি মানুষ
বলি কালো পর্দা এঁটে,
কথায় কাজে মিলছে না যে
যাই মুখ ফিরিয়ে হেটে।

সব লোকে  চায় খাঁটি মানুষ
আরে ক'জন খুঁজে পায়?
অবিশ্বাসের এই বিশ্ব জগতে
কেন সবাই জিততে চায়?