স্বার্থেই বাটপারি -২ (২৭৩৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০১-২০২৫ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পড়াশুনার ছিল যারা আমার চেয়ে
ক্লাসে অনেক অনেক পিছিয়ে,
কুট কৌশল বাটপারি করে তাদের
জীবন নিল অনেকটা গুছিয়ে।
আমি অধম এই ধরাতে শত চেষ্টায়
ঘর সংসার পারিনি গোছাতে,
ঘর কন্নার টানাপোড়েনে জ্বলে পুড়ে
মরছি কু-স্ত্রীর দারুন খোঁচাতে।
কর্মের ভিতর অতিবাহিত হচ্ছে দিন
ফাঁকে কাব্য লিখি সময় পেলে,
কষ্ট করে শাক সবজির বাগান করি
কর্মে সাজাই এই মনটা ঢেলে।
যৎসামান্য অর্থের মাধ্যমে ছাপানো
হচ্ছে না কবিতা কাব্যকারে,
অর্থ পেলে একক কাব্য বই মেলায়
ছাপাবো ফি বছর মন ভরে।
বই মেলায় প্রকাশ ক,টা যৌথ কাব্য
পাঠকভাবে সব হয়নি বিক্রিত,
ফেইজবুকে আর ইউটিউব প্রেমীরা
সদা থাকে মোবাইলে নিবিষ্ট।