স্বার্থেই বাটপারি -১  (২৭৩১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০১-২০২৫ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
অর্থ,স্বার্থ,লোভ ও ক্ষমতার পিছনে
এখন চলছে ছুটে মানুষজন,
এসবের দ্বারা কামাই রোজগার করে
উপর্জনেই ধন্য তাদের জীবন।

লোভিরা গড়ছে দর্শনীয় দালান কোটা
অর্থ স্বার্থ ক্ষমতার কোটা বলে,
অভাবকে দূর করার তরে অসৎ উপয়ে
অর্থ রোজগার অসৎ পথে চলে।

আমি ছুটেনি কখনো অসৎ পথের  পিছে
তাই তো ক্ষুদ্র অধম একজন,
অর্থ সংকট টানা পোড়ান নানা অভাবে
এ সংসারে কাটছে সারা জীবন।

যারা ভাবতো নিজেকে মহা জ্ঞানী-গুণী
তারাই বাটপারির সমাজপতি,
জনগণের কাছে ধরা পরছে ক্রিমিনালী
যার কারণে তাদের নেই গতি।

পৃথিবীর এই নোংরা রাজনীতিতে সত্যিই
আমি এক অধম ভাবছি বারবার,
অকুল পৃথিবীর মহা সমুদ্রে ভাসছি কেবল
সলিলে ডুবছি কিনারা নেই আমার।