সাহসের বড়াই (২৬০৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৮-২০২৪ ইং
=================
হিংহের বাচ্চা ইঁদূর হলে
ভয় করে কেউ তারে,
সাহস মনোবল ঠিক নেই
পরিস্থিতির শিকারে।
হাজারো শ্রেনীর পশুপাখির
অভয়ারণ্যের এই বন,
চতুর্দিক হতে ঘিরে ফেললে
সিংহ পালাতে কতক্ষণ।
বাঘের বাচ্চা বিড়ালের ছানা
পরিস্থিতির শিকার হয়ে,
মান সম্মান সব মিশে গেল যে
ধুলার সাথে মিশে ক্ষয়ে।
সূর্যের আলোকশক্তির কদর নেই
কুপির আলোর তোড়ে,
বড় জ্ঞানীগুণী আলোর মশাল যে
চর থাপ্পরে আজ ঘোরে।
যার কাছ থেকে জ্ঞান আহরণ
সে আজ ভুতুরে অজ্ঞ,
দেশে আজ চলিতেছে মেধাবীর
একক আইনের মহাযজ্ঞ।
যার কাছ থেকে জ্ঞান শিখেছে
তাকে আজ জ্ঞান দেয়,
দুই শব্দের আবেদন পত্র লিখা
কিল ঘুষিতে শেখায়।