সাগর কন্যা (২৭৫৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০১-২০২৫ তাং
==================
সাগর তীরে নীল কুঠিরে
এক খুশী বসত করে,
মনের মাঝে সুখ পেলেই
সে লাল শাড়িটা পরে।

তার জীবন সুখের নয় যে
বহু কষ্টে কাটে দিন,
শতেক রকম স্বপ্ন বুনলেও
মনে বাজে দু:খের বীন।

সাগর কিনারে ঝিঁনুক তুলে
সেথা ভাঙ্গে সাগর তীর,
হৃদ মাঝারে শতেক বেদনা
খুশীর অন্তরে করে ভীর।

সাগরের পাড়ে তার অন্তরে
স্বেচ্ছায় কেউ করে বাস,
খুশী হাসির মাঝে কষ্ট রেখে
সদা করে বারো মাস।

খুশী সাগর এক হয়ে যায়
রোজ ঢেউ সাগর পাড়ি,
প্রেমের টানে সাগর সলিলে
কষ্ট ভুলে আদমি নারী।

খুশীর জীবন এই  কিনারে
সদা চলন বলন বাঁকা,
ঢেউয়ের সুরে মন মিলিয়ে
রোজ স্বপ্ন যত আঁকা।

সাগর আর খুশীর অন্তরে
আজ কোন তফাৎ নাই,
ত্রিশ উর্ধ্বে বয়স হয়েছে
এমনি কষ্টে তুলেই হাই।

বিদ্র: কুয়াকাটা সাগর তীরে ঘুরতে গিয়ে আমার মনের রুপক অনুভুতির প্রকাশ।