সাধনায় অবিরোধ (২৭২৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১২-২০২৪
===================
প্রভু তোমরা কয়জনা গো
জানার আগ্রহ জাগে,
জোট বাধিয়ে ঝগড়া করো
তা তাড়াও তাহা কবে.'
মুচকি হেসে বলেন আল্লাহ
তোমরা বোকার দল,
নাম কিলিয়ে ঘুরে মরিস
ভুলের ফাঁদে চল।
আমি স্রষ্টা এক অদ্বিতীয়
নামে আসে কি কামে,?
কাহারো কাছে রহিম আমি
কেউ বা ডাকে রামে।
কত শত হাজারে পথমতে
সাধন ভজন করছে,
স্রষ্টার প্রেম ভালোবাসায়
প্রভুর কাছে হারছে।
মসজিদ,মন্দিরে,গীর্জাতে
চার্চে আমারে খোঁজে,
সকল মনের মনি কোঠায়
আমার অবস্থান বোঝে।
দুস্থের সেবায় জীবন বিলায়
মানব সেবার জন্য,
আমার গুনগান করে যখন
আমি হই তখন ধন্য।