স্বাধীনতা (২৪৫৭ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২৬-০৩-২০২৪ ইংতাং
=================
সেদিন সোনার মতো ছেলে
মাকে একা ফেলে,
বুলেট বোমার কথা শুনেও
যুদ্ধ করতে গেলে।
অস্ত্র হাতে আঁধার রাতে
লড়তে খোকা গেলে,
রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে
সে বীরের বেশে এলে।
লড়তে গেলো লড়তে গেলো
খোকা সাহস নিয়ে বুকে,
বীর বাঙালি জীবন দিলো
পাক সেনাদের রুখে।
পাক সেনাদের শেষ করেছে
খোকা বেশ করেছে বেশ,
রক্তের হোলি খেলায় পেলো
মাগো সোনার বাংলাদেশ।