স্বাধীন (২৮২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৪-২০২৫ ইং
*********************
চব্বিশ হল ডলারে কিনা
বলেছিলো এক ভক্তে,
একাত্তর হলো ত্রিশলাখ
শহীদের তাজা রক্তে।
চব্বিশ তো স্বাধীন নয়,রে
কোটার আন্দোলন,
ডলারে কেনার বদৌলতে
হলো গন অভ্যুত্থান।
দেশ স্বাধীন আর সরকার
পতন এক কথা নয়,
আর সরকার জনগণের
ম্যান্ডেট নিয়েই হয়।
জনগন যাকে খুশি লাগে
তাকে দিবে যে ভোট,
শক্তি তো ভাই টাকার কাছে
টাকার জোরেই চোট।
যারা চব্বিশকে স্বাধীন ভাবে
নিরোপেক্ষ ভোটে আসুক,
স্বাধীন চব্বিশ না একাত্তর
ভোটের মাধ্যমে দেখুক।