সাদাকালো মন (২৩৯৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০১-২০২৪ ইং তাং
=======================
মনটা এখনও তরুতাজা বিশ পঁচিশের মত!
সৌর্যেবীর্যে এগুতে পারি বাধ মানবে না শত।
আছে আগের মত পুন:শক্তি,আছে সুন্দর মন
প্রভু আমায় দিয়েছে যাহা,তাতে খুশী সর্বক্ষণ।
বয়সটা যদিও পঞ্চাশে ছুঁই,মনটা বিশের কোটা
চাকুরীতে মন,কর্মের মাঝে নেই যে কোন টোটা।
সকল কর্মে,সকল মানুষ,মান-সম্মান দিয়ে চলছে
আমার কর্মের সন্মানিটা সতত সবখানেতে বলছে।
সকলে আমায় স্যার ডাকে,আর বলো কি চাই?
এই সমাজের সকল মানুষ,আমরা যে ভাই ভাই।
নারী-পুরুষের ভালোবাসা নিয়ে সমাজেতে চলছি
শক্তি সাহসে ছাতি ফুলিয়ে মনের ইচ্ছায় বলছি।
অনেকে ভাবে দাঁড়ি পেকেছে মন পেঁকেছে বুঝি!
আমার মনের প্রশস্ত দেখলে তাকে সতত খুঁজি।
ঝৈ ঝামেলা এড়িয়ে চলি,কোন ত্রাসের মধ্যে নেই
অনাকাঙ্খিত কিছু দেখলে হারিয়ে ফেলি যে খেই।
বিবাদ মীমাংসায় অনেকে ডাকে সু-পরামর্শ পেতে
শুক্র-শনিবার ছাড়া পারি না, তাদের সময় দিতে।