রসের গোলক - ২ (২৭০২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-১২-২০২৪ ইং
**************************
মানুষ মানুষের দোষটা খোঁজে
ভাল গুণ খুঁজে না কেউ,
পরতে পরতে তাই প্রতিহিংসা
চলছে আন্দোলনের ঢেউ।
পক্ষপাতি স্বার্থের দোষে পরে
সবাই নিরোপেক্ষ যে নয়,
বিরোধী পথ মতকে দমন করে
প্রত্যেকে থাকে ক্ষমতায়।
প্রত্যেকে দলের স্বার্থে রাষ্ট্রযন্ত্র
ইচ্ছেমত করে ব্যবহার,
সুটকেস ভরে দেশের সম্পদ
মনপুরে বিদেশে পাচার।
নিজেদের জন্য আখের গুছায়
জনগণের স্বার্থে নয়,
প্রতিহিংসার আগুনে ভষ্মিভুত
ন্যায়ের জন্য নীতি ক্ষয়।
জনগণের সব ন্যায্য অধিকার
সময়ে পায়না জনগন,
স্বজনপ্রীতি আর দূর্নীতি করে
স্বার্থে সেরা চ্যাম্পিয়ন।
দেশের আমজনতা বলিরপাঠা
স্বার্থবাদী নির্বাক নিশ্চুপ,
দেশের অভ্যন্তরে যাকিছু ঘটছে
তাতে বাড়ছে মনে ক্ষোভ।
ক্ষোভে বিক্ষোভে আগুন জ্বলে
ফুঁসে তুলবে যখন ফণা,
পাখনা ঝাপ্টিয়ে উড়াল দিবে
কাক পক্ষীর সব ছানা।