রসের গোলক--১ (২৭০১ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৩-১২-২০২৪ ইং
================
দেশটা যেন সবার কাছে
সোনার একটি খন্ড,
ক্ষমতায় গিয়ে চুষে খায়
তাহারাই হলো ভন্ড।
সোনার দেশের আমলারা
দেশকে ভাবে সন্দেশ,
যেমন ইচ্ছে তেমনই করে
লুটে খাওয়া উদ্দেশ্য।
ক্ষমতার চেয়ারে বসে যারা
গদি ছাড়তে নাহি চায়,
রক্তের বন্যা প্রাণহানী করে
থাকতে চায় ক্ষমতায়।
দেশে মারামারি, হানাহানি
সতত চলছে দলেবলে,
খুন খারাপি চেয়ার দখল
দেশে সমান তালে চলে।
কেউ শুনে না কাহার কথা
যত আদেশ উপদেশ,
দলের মাঝে বেড়েই চলছে
হিংস্যা আর বিদ্বেষ।
একে অপরের দোষ খোঁজে
গুণ খোঁজে না কেউ,
সদা সর্বদা দলে দলে চলছে
শুধু আন্দোলনের ঢেউ।