রংধনুর আঁকা ছবি (২৫২৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩১-০৫-২০২৪ ইং তা
================
স্বপ্নের ছবি আঁকছে কবি জীবনের দুয়ারে
হৃদয়ের স্বপ্ন ভাসে মেঘেতে আলো ছড়ায়ে।
আগুনের গলি উঠছে ফলি মনে যে ছড়ায়
মনের দুয়ারে আবেগ স্বপ্ন মধুরুপে ভরায়।
রঙ ধনুর রঙে আঁকা ছবি জীবন যে মায়া
মনের দুয়ারে সোনালী রঙের ভরা ছোঁয়া।
উজ্জিবীত মনের দুয়ারে উঁকি মারে সে হিয়া
জীবনের রূপালী গীত হল না আবার গাওয়া।
আলো আঁধারের রঙ তুলিতে সু-কৃপা জাগে
জীবন সংগ্রামে একি খালি হস্তে বসন মাগে।
ভাগ্য বিধাতা দু:খে কাঁদে রূপালী পর্দার ফাঁদে
মনের অজান্তে শিহরণ যেনো বিরহে সে কাঁদে।
আশার আলো হৃদ সাগরে ভাসে ঈশান কোণে
উঁকি মেরে আকাশে সেই ধ্রুবতারা হাতে গোনে।
জীবন নদীর কিনারা ঘেসে স্বপ্ন রোদন হারিয়ে
যৌবন ঝরায় মনের বহ্নিতে নবরূপে কাঁদিয়ে।
মনের কোণে এলো যে চলে সে যে অনামিকা
জীবনাকাশে রঙধনুর আঁকা ছবিটা যে ফাঁকা।
আসমানের সিরিতে কৃপা জাগে নতুনে অহরহ
জীবন কাটিয়া যায় কিনারা বিহিন যে সমারোহ।
রঙধনুর মত সাত রঙে জীবনে যতই স্বপ্ন আঁকি
জীবন সায়াহ্নে হিসাব মেলেনা সবাই থাকে বাকি।