রমজান ও আত্মশুদ্ধি (২৭৯৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৩-২০২৫
====================
জীবনটাকে আত্মশুদ্ধি করতে
চলবে সরল সোজা,
ওই আল্লাহ ও রাসুল খুশী হবেন
রাখলে ত্রিশ রোজা।
ত্রিশ রোজায় ত্রিশ ফরজ
শুনুন আল্লাহর বান্দা,
আল্লাহর কাছে প্রিয় হইতে
ছাড়ুন সকল ধান্ধা।
রোজা যেন হয় মুসলমানের
মুক্তির ঢাল তলোয়ার,
শয়তান আর নফসের বিরুদ্ধে
কঠোর মনে দাড়াবার।
রোজা রেখে কোরআন পড়ুন
নামাজ পড়ুন এক ধ্যানে,
চোখের রোজা মুখের রোজা
সংযম করুন মনে-প্রাণে।
মুসলমান আজ পাগলপাড়া
রোজাকে কাছে পেয়ে,
সাধুবাদ হে মাহে রমাদান
সবাই উঠছে নেচে গেয়ে।