রক্ত নিয়ে ছিনিমিনি (২৩১৯ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১০-১১-২০২৩ ইং
=======================
আচরণেই বোঝা যায় কেমন ভালোবাসো
ঘরে বাইরে সব সদস্য খিলখিলিয়ে হাসো।
এমন আচরণ করার কারণ কেন বুঝো না?
সাধবো কিনা আমার ঘরে এতেই বুঝো না।
যতই ভাবো রক্তের টানে সময় মত আনবে
সে আশা যে গুঁড়েবালি আগেবাগে জানবে।
রক্তের সাথে বেইমানি করা চিরচারিত গুন
এটা তো আর পুরান নয় কাটা ঘাঁয়েতে নুন।
দূষিত রক্তের প্রবাহ  যার শরীরে রয়ে গেছে
ভালো হবে না পরিবর্তন করেও ধুইয়ে মুছে।
নামে মাত্র ভালোবাসায় প্রেম পিরিতি হয় না
মনে না চাইলে  ঘষে মেঝে মন বাঁধা যায় না।
বৈরী আচরণ ভাগ করে দেয় রক্তের জোরা
পেট ভরে না যত দেও খাবারের আগে থোরা।
রক্তের সম্পর্ক কাকে বলে যারা বুঝতে চায়না
ভালো করে দেখে নিন মনের স্বচ্ছ আয়না।
যাদের হৃদয় স্বচ্ছ নয় তাদের কেমনে বুঝবেন?
পৃষ্ঠা উল্টিয়ে তাদের পুরানো ডায়েরি খুঁজবেন।
সামান্যতম স্বার্থের জন্য   ও ভাইবোন চিনে না
নাকের ডগায় নতুন নোট ওরা ছাড়তে চায় না।
নগদ সুখের জন্য ওরা করে এমন বৈরী আচরণ
কুজন,স্বার্থের রাজ্যে সদা সর্বদা করে বিচারণ।
অসময়ে ডাকলে প্রভুরে কোন কাজে আসবে না
সময় মত না ডাকলে আত্মীয় কাছে আসবে না।
রক্তের সম্পর্ক নিয়ে  যারা সদা বেলাবেলি করে
তাদের নিয়ে ভেবে চিন্তে এক্স করিবেন ঘরে।