রক্তিম মার্চ (২৪৬৩ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০১-০৪-২০২৪ ইং
===================
মার্চ মানেই শেখ মুজিবের
দৃঢ় কণ্ঠের ভাষণ,
মার্চ মানেই স্বাধীনতা দিবস
মুক্ত বিদেশী শাসন।

মার্চ মানেই পঁচিশ তারিখের
নির্মম গনহত্যা সন্ত্রাস,
বাংলার বুকে লক্ষ নারীদের
ইজ্জত সম্ভ্রম বিন্দাস।

মার্চ মানে হায়েনার বীভৎসতা
নির্মমতা মায়ের সম্মান,
নয় মাস যুদ্ধ করে শহীদ হয়েছে
ত্রিশলক্ষ বীর সন্তান।

শিমুল পলাশ কৃষ্ণ চুড়ায় আসে
কিংশুক অশোক ফাগুন,
তিন লক্ষ মায়ের ইজ্জত  সম্ভ্রমে
বহিছে রক্তঝরা আগুন।

কত অলির গুঞ্জনে দিক দিগন্তে
ফুলে ফুলে মাতাল মৌবন?
বিলিয়ে দিয়েছে গুনবতী নারীরা
সুখের সাধের গড়া যৌবন।

সেই রক্তিম অগ্নিঝরা মার্চের স্মৃতি
জাগে কান্নার রোল সবার,
মার্চ মানেই রক্তিম মহান স্বাধীনতা
স্মৃতি জাগে লক্ষ হাজার।