রোধ নয় বিধির বিধান (২৪৯০ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৯-০৪-২০২৪ ইং
==========================
মানব জাতি বিবেকটাকে কর বলিদান
বেহুশ হয়ে বিসর্জন দিচ্ছো মনন,
নিজের হিসেব নিজে করছো ইচ্ছেমত
জুলুম কুকর্ম করে ক্ষত জীবন।

মানুষ জাগোনী কখনো সত্যের দিশায়
সতত ছুটিয়া চলছো ইচ্ছে মত,
মিথ্যার আবেশে সাজিয়েছো নিজেকে
জাহির করেছো তুমি ক্ষমতা যত।

সমাজ পতিরা করেছে সাদর সম্ভাষন
খুঁজে দেখছে তাদের অর্থের বাহার,
অনুভুতি দিয়ে খুঁজে নি হৃদয় চেতনা
সাদরে লালন পালন দুষ্টের আহার।

সরলতার সুযোগ নিয়ে গরিব দু:খীকে
তাহারা করছে বহু নিগর অন্যায়,
বিধির বিধানের কঠোর সত্যের ধারায়
তাহারা ফাঁসছে  বেহুশ কান্নায়।

বিপদ দেখিলে হুমরে কাতরে বিলাপ
করজোড়ে মিনতি মাটিতে লুটিয়ে,
কত দরবারে মানত করেছে বহু রকমে?
ডাকিছে প্রভুকে কেঁদে কেঁদে বিনয়ে।

তাপাদাহে জ্বলছে পুড়ছে সুন্দর পৃথিবী
প্রখরময় জ্যোতির প্রভাব ভুবনে,
ধরাটা ছুটে চলছে নিজস্ব গুনের বার্তায়
একদিন বিচার করবে চোখের সমীপে।