রেমাল (২৫১৭তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৫-২০২৪ ইং
================
রিমেল নামের ঘূর্ণিঝড়টি
ধেয়ে আসছে কুলে,
যার প্রভাবে সাগরের পানি
উঠবে নাকি ফুলে।
চাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে
শনিবার সন্ধার পর,
আবহাওয়া অফিস জানিয়েছে
গতি বাংলার উপর।
রিমেল ঝড়টি অনেক শক্তিশালী
সিডরের চেয়ে বেশী,
বাতাসের গতিবেগ হবে নাকি
একশোর চেয়ে বেশী।
জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে
বেশি আট-দশফুটের মত,
নিরাপদ আশ্রায়ে নেয়ায় প্রচেষ্টায়
খবরে পরামর্শ শত শত।
রবিবার মধ্যরাতে বাংলাদেশে উপর
প্রবল আঘাত হানতে পারে,
আবহাওয়ার খবরে এই সংবাদটি
মিডিয়া জানায় বারে বারে।