রাজার ক্ষমতা (২৫৭৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৭-২০২৪ ইং
=================
নুন আনতে পান্তা ফুড়ায়
চাষির পেটে চেউ,
প্রতিবাদ করলে জ্বলে উঠে
নেতায় করে ঘেউ।
চাষীর না হয় পান্তা ফুড়ায়
ওই আনতে গিয়ে নুন,
রক্ত চোষা থেমে যায় কিন্তু
জোঁকের মুখে দিলে চুন।
নগদ সুখ ছাড়তে চায় না
শিকর গাড়ে শক্ত করে,
চুষতে চুষতে উঠছে ফুলে
ভবিষ্যতের চিন্তা নাইরে।
নিজের থাকতে জমাজমি
অন্যের জমিন ভাববে খনি,
নিজের জমিন খিল রেখে
আবাদ করবে অন্যের জমি।