রাঘোব বোয়াল (২২৬২তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৯-২০২৩ ইং
************************
ও হুজুর দেশের হুজুর গো
এত্ত রেসেপি কেন চাও?
দ্রব্যের মূল্য অনেক বেশী
তারপরও চাহিদা বাড়াও।

হুজুর আমায় বানালে কেন
দাওনা আমার ছেড়ে?
চেষ্টা করে নিজের চাহিদাটা
আমি নিব যোগার করে।

অনেক দিন ধরে খাওয়ালে
তোমরা ইচ্ছে মত করে,
লোভটা এখন সামাল দিতে
হ,পারছিনা চেষ্টা করে।

আজ আমি হলাম সেরা হুজুর
হুম, মানতে তোদের হবে,
তা না হলে এই এলাকায় যে
তোমরা থাকবে কি করে।

আজ এই মুহুর্তে যদি সরে পর
মানবে না কেউ বড় নেতা,
বাহিরে তোমায় আর মানবে না
মহা ত্যাগি এক বড় নেতা।

হুজুর ছিলাম বেশ ভালো ছিলাম
রাখলি কেন কঠোর নিয়মে,
আলুফা খাওয়া ছেড়ে দিলে দেহ
ভেঙ্গে চৌচির হবে আনে।

খাওয়ার পরিমাণ কমিয়ে দেও না
সাথে যুক্ত হউক অন্য কিছু,
কম খাবারের অভ্যাশ করলেই
বদনাম হটবে তোমার পিছু।