পুতুল নাচ (২৬২২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৯-২০২৪
==================
পুতুল নাচ চলছে দেশে
সবাই দেখছে চেয়ে,
যে যার মতন মঞ্চে উঠে
খেলছে নেচে গেয়ে।।
এ্যাকশন চলে ব্যাটিং করে
গেম,টি টুয়েন্টি ম্যাচ,
যেমনি নাচায় তেমনি নাচে
উইকেট করবে শেষ।।
মেধার অভিনয় চমৎকার
হার মেনেছে জাতি,
এমন ভাবে খেলছে খেলা
মাঠে নিয়ে বহু সাথী।।
দর্শকের ভুমিকা মহানন্দের
যে যার মতন নাচ্ছে,
কেহর মনেতে  হায় হুতাশ
রসগোল্লার ঝোল খাচ্ছে।।
কেহ আবার হাত তালি দিয়ে
অভিনয়ে আগ্রহ বাড়ায়,
কেহর কাছে  পুতুল খেলাটি
বিবেক বোধকে নাড়ায়।