পুতা ছ্যাচা (২৪২৪ তম)
এম এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৩-২০২৪ তম
==================
মোসলমানী করাইছে মনুর
ওস্তা আইন্না বাড়িতে,
হেইয়া হুইন্না পাশের লোক
উপস্থিত হইছে কারিতে।
কাটার সময় ওস্তারে দেইক্কা
মনু দিছে নাকি মুইত্তা,
হেইয়া দেইক্কা রাহির পোলায়
দৌড় দেছে নাকি হুইত্তা।
তিনদিন পড়ে নাওয়াইবেয়ানে
গাঁয়ের আত্মীয়রা মিইল্লা,
ডেক সেট বাজায় ফুর্তি করছে
নানায় নানী প্রাণ খুইল্লা।
নানায় দিছে এক বকনা বাছুর
নানী দিছে পেরণ-জামা,
খাওন খরচ হগল দাদায় দিছে
মিষ্টি আনছে হগল মামা।
গোসলের পর নানায় বলছে
সাতদিন পর পুতা ছ্যাচা,
হেইয়া হুইন্না মনু যে বলছে
তোরা মোরে একটু বাঁচা।
বরিধালের মিশ্র ভাষায় রম্য রসের কবিতা।