পুঞ্জীভূত কষ্ট (২৭৫০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আমি ভুলে গেছি সুখের হাসি
ভুলে গেছি মানুষ চিনতে,
তোমার অবহেলার যাতা কলে
ভুলে গেছি ভালোবাসতে।
আমি ভুলে গেছি কথা বলতে
ভুলে গেছি কথা শুনতে,
তোমার দেয়া শত বেদনায়
ভুলে গেছি ঠিক পথে চলতে।
আমি ভুলে গেছি কষ্টে কাঁদতে
ভুলে গেছি আনন্দে হাসতে,
তোমার দেয়া সব যন্ত্রণায় ও
ভুলে গেছি জীবন বাঁচাতে।
আমি ভুলে গেছি স্বপ্ন দেখতে
ভুলে গেছি স্বপ্ন গড়তে,
তোমার দেয়া সকল অপবাদে
ভুলে গেছি সুখের নীড় বাঁধতে।
জমানো কষ্টে উঁকিঝুঁকিতে মন
স্বপ্নেরা ভালো নেই সারাক্ষণ,
তিক্ততায় ডুবু ডুবু সদা এ মনে
ভালো নেই সুন্দর এ ভূবনে।