প্রভুর সন্তুষ্টি (২৫৫৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৭-২০২৪ ইং
=================
কোন বিধানে লিখা আছে
করতে পশু হত্যা ?
কোরবানি দাও,দাওগো বলি
মনের আত্মসত্তা।
যে পশুরে কোরবানি দিচ্ছো
সেও তো প্রভুর সৃষ্টি,
আদরের পশুর গোস্ত খাবে
এই কি তাঁরই কৃষ্টি ?
আসল কথা আমরা রচি
হাজারো রকম আইন,
আপন স্বার্থ করি চরিতার্থ
করছি আজও ফাইন।
তৃপ্তিমত গোস্ত খেতে চাই
কোরবানি দেই গরু,
প্রভুর কাছে তাই বলি হয়
খাসি হোক না সরু।
মেয়ে জামাইর সন্তুষ্টির জন্য
এমন কাহিনী ফেঁদে?
দেখনা অভাবি ঘুরে পথেঘাটে
অন্ন না পেয়ে কাঁদে।
তাদের কষ্ট ভাগ করে নেও
পারলে অন্ন দাও দু-মুঠো,
তবেই প্রভু মহা খুশী হবেন
নয়তো সব গোস্ত ঝুটো।