প্রভু তুমি কত মহান (২৪৪৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৩-২০২৪ ইং তাং
===================
সাতাকাশ আর সুন্দর জমিন
চন্দ্র,সুর্য আর গ্রহ-তারা,
সাত সমুদ্র আর পাহাড় পর্বত
তোমার নেয়ামতের ইশারা।

ধরায় যত খাল বিল নদীনালা
পশুপাখি সব তোমার দান,
মানুষের মাঝে জ্ঞান বিলিয়ে
তুমি হয়েছো কত মহান?

তুমি অনাদি অনন্ত মহা শক্তিধর
তোমার দানে নেই কেহ পর,
তুমি ভালোবেসে ধরায় বাঁচিয়ে
আবার করো প্রাণ সংহার।

প্রভু মোদের কোন শক্তি নেই যে
শক্তি নেয়ামত তোমার দান,
তুমি সকাল বেলা বাদশা বানাও
বিকালে কেড়ে সব সম্মান।