প্রভু দয়ার সাগর (২৮১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৩-২০২৫ ইং
==================
শেষ দশকে বেজর রাতে
শবেই কদর খোঁজো,
রবের কাছে ক্ষমার জন্য
মুখটি তোমার গোজো।
শবেই কদর অনেক দামি
হাজার মাসের হতে,
পাপি তাপীর ক্ষমার তরে
প্রভুর করুণা যাতে।
ওই ফেরেস্তারা দলে দলে
ধরার মাঝে আসে,
মুমিনবান্দার তাওবা দেখে
মুচকি মুচকি হাসে।
গুনহগারের কান্দন দেখে
কবুল করে নিবেন,
পাপী তাপির সব গুনাহো
মাফ করে দিবেন।
প্রভু তুমি তো দয়ার সাগর
আমায় ক্ষমা করো,
মুমিন বান্দাদের কাতারে
আমায় অন্তর্ভুক্ত করো।