প্রত্যবেক্ষক জনগণ (২৫৮৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৮-২০২৪ ইং
==================
হলটা এখন প্রত্যবেক্ষক করছে
দেশের সাধারণ জনগন,
জনগনের সামনে শপথের দ্বারা
পরীক্ষক কি করেছে পণ?
আগুন লুটপাট ধ্বংস যজ্ঞেতে
ছেয়েছে শহর নগর বন্দর,
বাদ যায়নি প্রধানমন্ত্রীর অন্তর
বাসের মহলের অন্দর।
দেশে প্রত্যবেক্ষক করছে জনগণ
বুদ্ধিমান জনগনেরাই লুটছে,
এটা কেমন হলো বৈষম্যর অবসন
এ সাধারণ জনগনই বলছে।
লাল কালিতে রেখা টেনে রাখছে
জনগণ প্রত্যবেক্ষক রুপে,
ফলাফল যখনই প্রকাশ করবে
নজর ফলাফলেরই দিকে।