প্রিয়তমা (২৪২৩তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২--০২-২০২৪ ইং
====================
প্রিয়তমা,
হয়তো বা আর দেখা হবে না
তোমায় মুখোমুখি ভাবে,
ভালোবাসা পাঠিয়ে দিবো যে
ওই গভীর ঘুমের খাবে।
নতুন ঠিকানা জানা হবে না
যদি জানার ইচ্ছে জাগে,
মধুর লিপিকা লিখা হবে না
থেকো না অভিমান রেগে।
আর প্রিয় কোন গান হবে না
তুমি,রাগ করো না তবে,
সাক্ষাতের মত সুখোগ হবে না
স্বার্থ চরিতার্থের ভবে।
ভালোবাসার গল্পের শেষ হবে না
সুন্দর রঙিন ভবমাঝে,
আর নতুন ছন্দের রচনা হবে না
মনে প্রবল সাধ জাগে।
আর অতীতের গান গাওয়া হবে না
দু:খ কষ্ট নিও না মনে,
স্বরচিত কবিতারাও ভুলে যাবে যে
রাগ করে আমার সনে।
হৃদ মাঝারে উথলে উঠা কথামালা
মনে রেখো না আবেগ মুর্ছনা,
শান্তিতে থেকো ভালো থেকো গো
করি রবের কাছে এই প্রার্থনা।