প্রতিশোধের ডামাঢোল (২৩৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০১-২০২৪ ইং
*************************
ফেসে গেলেন কৌশলে,নিজের বুদ্ধির দোষে
যার কারণে  দাদাবাবু, আছেন সবার রোষে।
কৌশলে কত জনেরে,ফেলে দিলেন অদূরে
ছায়া হয়ে ছিলেন সাথে, এখন গেছেন দূরে।
অপদাস্থ অপমানিত করলেন ক্ষমতার বলে
সে স্মৃতি কাজে লাগিয়ে বাডে ফ্যালায় বলে।
সে অপমানের প্রতিশোধ নিলেন সবে আজ
আপনার থেকে ফেলে দিলেন মাথার তাজ।
ফেল মেরে কেমন লাগে একটু ভেবে দেখুন
মনের কষ্টে কত যে ব্যথা এখান থেকে শিখু।
ওরা যখন ফেল মেরেছে হাসছেন মনেমনে
এখন আপনি অভিমান করবেন কাহার সনে।
তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করেননি কেন?
যার কারণে আপনার ছিলেন বহু যেন তেন।
সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধাবেলা
তৃর্ণমূলের মূল্যায়ন আজ প্রভুর লিলা খেলা।