প্রতিহিংসায় জ্বলছে (২৪১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০২-২০২৪ ইং তাং
======================
এমন অবিভাবক দেখিনি জীবনে
যার প্রতিহিংসায় মনটা ভরা,
সে কুটকথা শুনে কান ভারী করে
লাঠি নিয়ে করে যে তাড়া।

তার চলনে বলনে কাজের ই ধরনে
বুঝা যায় প্রতিহিংসা পরায়ণ,
তার স্ব-দলের সাথে হিংসা বিদ্বেষ
মনে হয় সে অভিজ্ঞ নারায়ন।

দেখো যাকে দেখতে নারি চলন বাঁকা
সামাজিক কৃতকর্মে বুঝা যায়,
বিপরীতদের আপন করে কাছে নেয়
সে আপনদের দূরে ঠেলে দেয়।

যার প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে
সে তার কাছে হবে না আপন,
বিপদকালে কাছে দেখিলে বুঝবে
দেখছো দিনের ঘুমের স্বপন।