প্রতিদান (২৬৪৩ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৬-১০-২০২৪ ইং
======================
উপকার করলে বাঁশ নিয়ে বসে
শুধু প্রতিদান দেবার লাই,
উপকারের সমান বাঁশ দিও রে
তার বেশী নাহি আর চাই।

সমাজ দেশে এই নিয়ম চলমান
নানা কর্মের উদাহরণ দেখুন,
উপকার করলে ক্ষতি করে কেন?
এখান থেকে প্রতিদান শিখুন।

কেহর বিপদকালে ঝাঁপিয়ে পরলে
সে উপকার অন্তরে না রেখে,
আপনি বিপদে পরলে অস্ত্ররূপে ই
সে আপনার প্রতি যায় বেঁকে।

এই হলো উপকারের আসল চিত্র
একে মানব জাতির নাকি বলে,
এমন ধর্মকে কেমনে বিশ্বাস করি
এমন ধর্ম কর্ম দিয়ে কি চলে?

কেউ টাকা ধার নিয়ে কদিন পরে
সে করে টাকা নিয়ে ঘুরাঘুরি,
ধারের টাকা বেশী চাওয়া চাওইতে
না দেওয়ার জন্য বাড়াবাড়ি।