প্রতিবন্ধীর কষ্ট (২৫৩১ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৯-০৬-২০২৪ ইং
===================
দেশের প্রতিবন্ধী মানুষ যারা
ক্যামনে থাকে ভবে,
তারা তো সমাজের বোঝা নয়
একটু ভাবতে হবে।
শরীরের অঙ্গ যদি নাহি থাকে
কেমনে মনে পুষে আশা,
ভাবো তাদের জন্য কিছু করো
হোক না তাহা খাসা ।
দেশের প্রতিবন্ধী সকল মানুষ
তারা থাকে অতি দুখে,
আশার আলো দেখলে পথে
তারা থাকবে নবসুখে।
যারা তাদের সেবায় এগিয়েছে
তারা হতে পারে ভালো,
তাদের একটু সেবার মাধ্যমে
জ্বালবে ধরার বুকে আলো।
ভাবুন এই সমাজে প্রতিবন্ধী
নয়তো মাথার বোঝা,
পরামর্শ, বুদ্ধি ও অর্থ দানে
তাদের মন করো সোজা।