প্রসব কষ্টের ব্যাথা(২৪৭৯ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৮-০৪-২০২৪ ইং তাং
==================
গর্ভবতী নারীর কষ্টের কথা
আজ কেউ শোনে না,
গর্ভবতী মায়ের প্রসব ব্যাথা
আজ কেউ বোঝে না।
দশ মাস দশ দিন গর্ভে ধরে
মায়ে সহে কত ব্যাথা,
তবুও মা নয় যে স্বার্থপরতা
খায় লাথি কিল গুতা।
গর্ভের বাঁছারে সুস্থের জন্য
পুষ্টিকর খাবার খায়,
উদারের সন্তান থাকে ভাল
সেই কামনা করে যায়।
ঘুমাতে পারে না গর্ভে লয়ে
কত কষ্ট সয়ে যে যায়,
বুকের কষ্ট সামাল দিতে সে
কত ভারী বোজা বয়?
সন্তানের সুমুখ দেখার তরে
সৃষ্টির গুনকীর্তন করে,
কঠিন যন্ত্রণা বুকেতে ধরে
আনে এই ধরার তরে।
প্রসব বেদনার যাতনা কালে
নীরবে ফেরেস্তাও কান্দে,
সন্তানের সুমুখ দেখার জন্য
মা হাসিমুখে বুক বান্দে।
সুস্থ্য সন্তান আলোর জগতে
আসলে ব্যাথা যায় ভুলে,
সন্তানকে বুকের দুধ খাওতে
যাতনা ভুলে নেয় কোলে।