প্রয়োজনে সব দিবো (২২৬৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৯-২০২৩ তম
=========================
স্বার্থের জন্য প্রয়োজনে ভাইকে ডাকে বাপ
স্বার্থ ফুড়িয়ে গেলে প্রয়োজন সব মাফ।
প্রয়োজনে কোলে তুলে,ঠেকলে তুলে মাথে
প্রয়োজন হারিয়ে গেলে,বাথরুম করে পাতে।
প্রয়োজনে মিষ্টি নিয়ে দেখা করে বৌয়ের দ্বারা
স্বার্থসিদ্ধি হয়ে গেলে,লাঠি নিয়ে তারে তাড়া।
এই স্বভাবের মানুষের দল,দেশে সমাজে বেশি
ধর্মপিতা ধর্মমাতা প্রয়োজনে হয় রাশি রাশি।
স্বার্থের লোভে অন্ধ হয়ে ভাইকে ভাবে শত্রু
প্রয়োজনের জন্য অঅনাত্মীয় হয় যে কত মিত্র।
প্রয়োজনে সহোদরদের ছুঁড়ে ফেলে অনেক দুরে
অপ্রয়োজন স্বার্থন্বেসীরা ভাইবোন রুপে ভীরে।
দেশের সব খানের এই প্রকৃতির লোক রাশি রাশি
পিতামাতাকে দূরে ঠেলে ধর্মাত্মীয় খাওয়ায় বেশি।
প্রয়োজন ফুড়িয়ে গেলে কেউ কাউকে চিনে না
রক্তের আত্মীয় বি-রক্ত হয়,প্রয়োজন মানে না।
কথাগুলো শুনলে অনেকের মনে লেগে যাবে
সত্য কথা বলে গেলাম আমায় যে যাহা ভাবে।