প্রেমের ছোঁয়া(২৩৬৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-১২-২০২৩ ইং
*******************
তোমার প্রেম জানি অভিনয়
তবুও পাশাপাশি থাকি,
যদি কোনদিন এই ললনারে
একটু কাছে নেও ডাকি।
তুমি সুন্দরী,জ্ঞানীগুনি যুবতী
সু-স্বাস্থ্যের অধিকারী
শ্রীময়ী রূপসী দেখতে উর্বশী
তুমি সবার মন জয়ীকারী।
আমি একজন ধর্মের পূজারী
একটু দূরে দূরে থাকি,
মনে আছে ভয় কি করে যাই?
আমার হইবার বাকি।
হাসি মুখে চাও কেন দূরে যাও
কেন মুখটি করো ভার?
ললনা চঞ্চলা করো ছলাকলা
বুঝে আসে না মানে তার।
শুধু চেয়ে আছি,কোন সুত্রে ডাকি
যদি আসতে বলতে কাছে,
তুমি যদি বলো ঘুরে এসে চলো
অনেক কিছু বলার আছে।
বোকা ভাবা হলে প্রেম করা চলে
কেন বোঝ না আমার মন?
কেমন কি করে,দুটি চোখ ভরে
তুমি কি দেখো সারাক্ষণ?