প্রেমের শব্দ(২৭০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১২-২০২৪ ইং তাং
==================
কিছু শব্দ প্রেম জাগার মত
কিন্তু তবু তা প্রেম নয়,
শব্দ গুলো কেহ পাঠ করিলে
মনে প্রেমের উদ্বেগ হয়।

কিছু শব্দ প্রেমের প্রতিবাদী
কিন্তু প্রতিবাদ নয় তবু,
হবু প্রেমিকের নজরে পড়িলে
তিনি প্রেম বিরহে কাবু।

কিছু শব্দ আমার মনের প্রেম
কিন্তু প্রেম তবু নয় তা,
এমন প্রেমের শব্দ গুলো যেন
প্রেমের ব্যতিক্রম না।

কিছু কবিতা প্রেমের কবিতা
কিন্তু বিদ্রোহের সুরে,
এমন কবিতা চোখে পড়িলে
মনের আবেগ  ঘুরে।

কিছু কবিতা প্রেমের রঙেই
কিন্তু প্রেমের রঙ নয়,
এমন প্রেমের শব্দগুলো যে
মনে জাগে তবুও ভয়।