প্রেমের রঙ লেগেছে (২৩০৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-১০-২০২৩ ইংরেজি
========================
প্রেমের রঙ লেগেছে তাইতো ওরা
সাত রঙ লাগিয়ে মাতছে,
আউল ফাউল প্রেম বিলাইতেছে
ফুর্তির ঢেউ খেয়ে ভাসছে।
তাই যেখানে সেখানে প্রেমালাপ
করলে মনেতে শান্তি পায়,
তাইতো ওরা চতুষ্কোনে আঁকছে
ছবি প্রেমের চৌমহনায়।
ওরা প্রেম ছাড়া চলতে পারে না
তাই প্রেমের ভিক্ষা করে,
ওরা প্রেমের ছোঁয়া পাওয়ার তরে
ঘুরে ছেলেদের দারে দারে।
ছেলেরা অতি আবেগে পরশের
তরে নারীতে করে ঘুরঘুর,
বংশের মেয়েরা প্রশায় দেয় না
কাছে ভীরলে বলে দূরদূর।
শিক্ষার্থীরা লেখাপড়া করে না
থাকে প্রেমের মাঝে মত্ত,
ডিজিটাল যুগের শিক্ষার্থীর জন্য
এই শিরোনামগুলো সত্য।