প্রেমের পরশ (২৭২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১২-২০২৪ ইং তাং
====================
প্রেমের পরশ স্বর্গের বার্তা
যেন বিচ্ছিন্ন ঝরা পাতা,
মনের ঘরে রাখিও সযতনে
সে যে স্বর্ণাক্ষরে গাঁধা।
বসন্তের কোকিল গান করে
স্বপ্নে জাগে সুরে সুর,
মায়ার টানে পোপনের প্রেম
বিলিয়ে দেয় সুমধুর।
সুরভীত সুন্দরের সৌরভেই
প্রেমের বন্ধনের নাগপাশ,
অর্থকরি জমির বাহাদুরি তে
দম ফেলা বড় হাশপাস।
প্রেম শিকলের বাহু ডোড়েতে
রূপ যৌবন ধারণ করে,
সকলের অপছন্দের পাত্রকে
নিজ কৌশলে বন্দি করে
প্রেম তো স্বর্গ প্রেমতো ধর্ম
ভালোবাসা হয় মধুর,
এই মানব জনম হবে ধন্য
মানবতা বড় হয় সুদূর।