প্রেমের লগন (২৬৫৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-১০-২০২৪ ইং
================
ভুলটা হয়তো করে ফেলেছি তোমার কাছে এসে
যাহার কারণে বিপদ এসেছে নতুন স্রোতে ভেসে।
দখিনা বায়ে বহিছে বাতাস,প্রেমের লগন তারা
সময় মত চন্দ্র সূর্য আকাশে ছড়ায় আলোধারা।
ফুল ফুটিয়া সুবাস ছড়ায় পাখির গানের সুরে
সব অলিরা যায় মধু আহরণে ফুল কাননে ঘুরে।
সবুজ শ্যামলের সুন্দরী বৃক্ষ ধরায় নাচিছে দুলে
এ পৃথিবীর নানা বিচিত্র শোভায় নাচে দুলে দুলে।
রঙ ধনু সাত রঙে আকাশে আঁকে শিল্পীর তুলি
কে যেন আমায় হাত ধরে টানে মায়া বাধন ভুলি।
তোমার মধুর সুরে উথালা সুর দুলিছে মন মাঝে
মিতালির ভাষা শুধায়ে মোরে এই নিপুন সাঁঝে।
দখিনা পবনে রসালো প্রেম তোমার সারা মনে
সব সখিরা এ দ্বারে ও দ্বারে কান পেতে কি শুনে।
আমাতে হেরিয়া আঙিনা ঘিরি কত উল্লাসে মাতে
দেনা পাওনার হিসাব চুকিবে মিলিয়া দুটি হাতে।
এ লগন যেন চিরস্থায়ী রুপে দু,জনের সাথে হয়
প্রেমের আলিঙ্গনে মিলিত হতে থাকে না যে ভয়।