পয়ত্রিশের কলাম(২৬২৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৯-২০২৪ ইং
===============
ত্রিশ হলে শেষটা ষাট
পঁয়ত্রিশ হলে পয়ষট্টি,
ষাট যদি ঠিক রাখেন
দিবে সামনের দিকে পট্টি।
সামনে বাড়লে পিছে বাড়বে
সরল সমীকরণটা ঠিক,
ইহার যদি উলটোটা হয়
তবে পয়ত্রিশটাই বেঠিক।
সময় বলছে এই সময়ে
বাড়ছে বেকার দিনান দিন,
পাঁচ বাড়িলে,পাচ বাড়িবে
তবে বিধিবাম সীমাহীন।
সামনে হাটলে পিছনে আসা
বোধ হয় বেমানান দেখায়,
যুগোপযোগী সিদ্ধ না হলে
পরিণাম টা কি শেখায়।