পৌষের শীত (২৩৭০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-১২-২০২৩ ইং
=====================
কনকনে শীত পডছে পৌষে
কুয়াশার চাদর মুড়ি দিয়ে,
বুড়ো যায় ভোরে নামাজেতে
যুদ্ধ শীতের সাথে ওযু দিয়ে।

খুব ভোরে আজ শীত পরেছে
বুড়ি যায়না জলের কাছে,
নাতিকে ডেকে বলছে দাদু
বাসায় গরম চা কি আছে।

বাড়ির উঠানে রোদ উঁকি দিলে
শিশু বৃদ্ধ মাদুর পেতে বসে,
কেহ আবার গুড় মুড়ি চিবায়
কেহ সাধ মিঠায় খেজুর রসে।

কেহ গরম পানিতে স্নান করে
পৌষের শীতকে ভয় করে,
কেহ ঝুপ করে দেয় আবার ডুপ
শীতের সাথে যুদ্ধ করে।

সদা শীতের কাপড়ে মুড়িয়ে থাকে
শরীরে ঠান্ডা লাগার ভয়ে,
রাতে লেপ খ্যাতায় মুড়িয়ে থাকে
কয়েক জন জড়ো হয়ে।