পরিচয়--৩ (২৩৬০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১২-২০২৩ ইং
=====================
সাধু-সন্ন্যাসীরা মনে মনে খোঁজো
সাধনায় দর্শন পাবে তার,
আমরা আবেগ ভরে খুঁজি তারে
ভেরাজাল সরিয়ে অন্ধকার।
তিনিই সব তিনি রব,আইনের মালিক
সৃষ্টিকুল জানে তা সু-নিশ্চয়,
এই বিশ্বাস যাদের অন্তরে বিরাজমান
দো-জাহানে তার মনে নেই ভয়।
সাগর সম প্রেমের মালিকানা তিনি
তিনি যে ওই বিচারেও নির্ভুল,
ওই সৃষ্টি জীবকে ভালোবাসিলে পাবে
চির অদেখা সাগরের কুল।
ওই সৃষ্টি কর্তার বিধিবিধান মানিলে
সব বিপদ আপদ হবে পাড়,
প্রভুর লঘু বিধান সবে ভালোবাসো
মনে তার প্রেম করো সার।
মানুষ পরোনিন্দা করো না কখন ও
হিংসা বিদ্বেষ করো লয়,
মহাপ্রভুর প্রেমে নিজেকে বিলাও
পাবে মালিক সাই আশ্রায়।
সুন্দর উদরতা হোক সাধন ভজন
ভয়ে তুমি সংযমী ত্যাগি রও,
আত্মসুদ্ধি করে নিজেকে সামলাও
ওই মহান সৃষ্টির বিশ্বাসী হও।