পরীক্ষার্থীদের বলছি (২৪১১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০২-২০২৪ ইং
==================
বিনয়ের সাথে বলছি তোদের
লেখাপড়ায় দাও মন,
ক্লাসে যতক্ষন অবস্থান করো
হও মনোযোগী ততক্ষণ।

অভিবাবককে বিনয়ে বলছি
যত্ন হউন সন্তানের প্রতি,
পাঠ ছেড়ে মোবাইল ধরলে
মানুষ হবে না একরতি।

তোমরা যে আগামীর নেতা
সু-নাগরিক হতে পারো,
ছাত্র জীবনে বাজে চিন্তাগুলি
মাথা থেকে বাহির করো।

মনোযোগে শোন বলি তোদের
আড্ডায় থেকো না ব্যস্ত,
গল্পগুজব ও ফ্রি-ফায়ার ছেড়ে
লেখা পড়ায় থাকো ন্যাস্ত।

পনেরো তারিখ পরীক্ষা তোদের
আর বাকী আছে সাতদিন,
এই কটাদিন পরীক্ষার প্রস্তুতিতে
অধিকতর মনোযোগ দিন।