পরিচয়--২ (২৩৫৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১২-২০২৩ ইং
=====================
প্রভুকে আমি কোথায় যে পাই?
যিনি দেখাবেন সরল পথ,
কাকে আমি সাথী করে নিলে পুরণ
হবে আমার সব মনোরথ।

আমি বাহিরের সকল কাজের নাথ
আমার অন্তরের মাঝেও তিনি,
হায়াতের জীবন তার পরশন পাই
আমি তবুও কি তাকে চিনি?

সকলের অন্তরের মাঝে তার স্থান
হউক আল্লাহ খোদা ঈশ্বর,
তার সান্নিধ্যে পাওয়ার জন্য মানুষ
সদা সর্বদা থাকে তৎপর।

শত প্রতিকুলতার মাঝে ছোট তরী
ওই আটলান্টিক পাড়াবার,
আমি নির্ভীক জানি তিনিই মাঝি
তিনি করবেন এ তরী পাড়।

মহাবিশ্বে মহা সমুদ্রে আতঙ্ক আছে
সাহসী মাঝি বিচলিত নয়,
সাথী আল্লাহ মহান বড় যে দয়াবান
নেই শৌর্যবীর্যে ভয়হীন ভয়।