পরিচয়--১ (২৩৫৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-১২-২০২৩ ইং
***********************
আল্লাহ আমাদের পরম বন্ধু
হও তার সাথে পরিচয়,
পরিচয় হওয়া কঠিন না সহজ
কি তোমার মনে হয় ?

এসো হে বন্ধু কাছে এসে বসো
জেনে নিই তাঁর পরিচয় ,
পরিচয় মিললে পাবে যে রতন
এই পরিচয় চির অক্ষয়।

জীবন চলার পথে ঘুরে ফিরে
তার সম্পর্কে জেনে নেই,
কলুর বলদ হয়ে খেঁটে কি লাভ?
কাজে না আসে যেই সেই।

মাঝে মাঝে কেন যেন মনে হয়
ভাল কাজ বুঝি কিছু নাই,
উদ্দেশ্যে বিহীন চলাটাই কাজ
আসল সত্যি কি এটা তাই?

আজ সুফি,দরবেশ,ফকির,বাউল
সতত সকলে খোঁজেন যাঁরে,
সেই আল্লাহ রহমানের রাহিমকে
আমি জীবনে পাবো কি তাঁরে?