পরিবর্তন (২৫৮২ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৫-০৮-২০২৪ ইং
=================
নয়দফা এখন একদফাতে
কেন যে রুপ নিল?
সাধারনের মনে এমন এক
প্রশ্নের উদয় হলো।
কেহ আবার এই সুযোগেই
সরকার পতন চায়,
যার কারনে অসহযোগের
আন্দোলনে রুপ নেয়।
আন্দোলনের প্রথম দিনেই
ছিয়াশি প্রাণ যায় ঝরে,
থানায় ডুকে তের পুলিশকে
সন্ত্রাসীরা পিটিয়ে মারে।
সমান্বয়কের হাতে নেই যে
এই আন্দোলনের ডাক,
পরিবর্তনে সুযোগ নিয়েছে
বঞ্চিত রাজনৈতিক বাক।
যে মদদ দিয়ে মাঠে উঠাইছে
সে শুনেনা ধর্মের বানী,
পরিবর্তনে এখন হইবে যে
বহু মানুষের প্রাণহানি।
ঘর পোড়ার মধ্য আলু দিয়ে
স্বার্থ হাসিলের পায়তারা,
এই সুযোগ কাজে লাগিয়ে
দেশের জানমাল সারা।